গত ০৫/০৮/২৩ তারিখ পূর্বধলা থানায় জনৈক আব্দুল হাকিম নামে এক ব্যক্তি মোটরসাইকেলসহ নিখোঁজ হয়। সেই জিডি অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে পূর্বধলা থানা পুলিশ গাজীপুর থেকে থেকে মোটরসাইকেল উদ্ধার করে।
সেই সূত্র ধরে ০৯/০৮/২৩ দুর্গাপুর থানা পুলিশ বিনয় সরকারকে আটক করে তার দেয়া তথ্য মতে দুর্গাপুর থানাধীন ভারতীয় সীমান্তের রাঙ্গাছড়া পাহাড় থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার করে।তদন্তের সূত্র ধরে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনার সাথে জড়িত মোঃ শাহিন ওরফে শাহিনুরকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সলিম উদ্দিন বিরিশিরি বাসস্টান্ড থেকে ১০/১২/২০২৩ তারিখ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে সহ তার সহযোগী বিনয় সরকার এবং রুবেল ভিকটিমের মোটরসাইকেল চুরি করার উদ্দেশ্য তাকে প্রলোভন দেখিয়ে দূর্গাপুর থানার বিরিশিরি এলাকায় নিয়ে গিয়ে তারা একত্রে মদপান করে।
আসামীরা কৌশলে ভিকটিম হাকিমকে ডাহাপাড়া পাহাড়ে নিয়ে গিয়ে জি আই তার গলায় পেঁচিয়ে ভিকটিম কে হত্যা করে রাঙ্গাছড়া পাহাড়ে ফেলে রাখে এবং হাকিমের মটর সাইকেল নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানায় এলাকায় বিক্রি করে দেয়।
আসামীকে আদালতে প্রেরণ করিলে আসামী শাহিনুর ওরফে শাহিন ঘটনার সাথে নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেন। অপর আসামি রুবেলকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply