দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ মোহনগঞ্জ -মদন-খালিয়াজুরী আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আ.লীগের সহ-সভাপতি সাজ্জাদুল হাসান এমপি বুধবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র গ্রহন করেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার শাহেদ পারভেজ। জানা গেছে: নেত্রকোনা জেলা আ.লীগের সহ-সভাপতি সাজ্জাদুল হাসান এমপির নেতৃত্বে জেলা আওয়ামীলীগ ও মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুধবার বেলা ১২টার দিকে শোডাউন করে জেলা রির্টানিং অফিসারের নিকট আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন: জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান,সহ-সভাপতি প্রশান্ত কুমার রায়, সহ-সভাপতি হাবিবুর রহমান খান,যুগ্ম সাধারন সম্পাদক মুজিবুল আলম হিরা,সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট আরিফুজ্জামান রনি,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান।
মোহনগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান খান,সাধারন সম্পাদক শহীদ ইকবাল, মদন উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, সাধারন সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ,খালিয়াজুরী উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট অজিত বরন সরকার, সহ-সভাপতি সামছুজ্জামান সুয়েব সিদ্দিকী, সাধারন সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী প্রমুখ
Leave a Reply