নন্দিত কথা সাহিত্যিক,নাট্যকার,চলচিত্র পরিচালক ও নির্মাতা ড.হুমায়ুন আহমেদের ৭৫তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর জেলার মোহনগঞ্জের মামার বাড়িতে জন্মগ্রহণ করেন প্রখ্যাত এই লেখক। নিজ পৈত্রিক নিবাস নেত্রকোনায় নানা আয়োজনে জন্মদিন উদযাপন করেছে হুমায়ুন ভক্তরা।
দিনটি উপলক্ষ্যে তার নিজ গ্রাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কতুবপুরে হুমায়ুন আহম্দে স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল নিজ গ্রাম কেন্দুয়ার কুতুবপুর গ্রামে নিজ হাতে প্রতিষ্ঠিত স্বপ্নের স্কুল ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ চত্বরে মোমবাতি প্রজ্বলন,কুরআন খতম,দোয়া ও মিলাদ মাহফিল।
প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ,বর্ণাঢ্য র্যালী,কেক কাটা ও আলোচনা সভা।বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবগের্র উপস্থিতে সোমবার সকালে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে হুমায়ুন আহমেদ এর ৭৫ তম জন্মদিনের কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এছাড়াও নেত্রকোনা সদরে হিমু পাঠক আড্ডা এবং হুমায়ন আহমেদের জন্মস্থান তার মামার বাড়ী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে দিনটি উপলক্ষ্যে নানা কর্মসূচীর আয়োজন করা হয়
Leave a Reply