সমবায়ে গড়েছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় ৫২তম সমবায় দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের যৌথ উদ্যোগে পরিষদ মিলনায়তনে ৫২তম সমবায় দিবসের র্যালি পরিবর্তি আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী প্রমূখ।
স্বাগত বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা মো.কামরুজ্জামান চৌধুরী বলেন: সমবায় বিভাগের অধীনে উপজেলায় ৯২টি সমিতি রয়েছে। তাছাড়াও বিভিন্ন দপ্তরে আরো ৪৭৫ টি সমিতি রয়েছে। এসব সংগঠন ও সংগঠনের সদস্যরা সমাজ বিনির্মাণ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন: একতাই শক্তি একতাই বল। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।সমবায় বিকাশের জন্য তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সংগঠনের সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন,তাহলেই আপনেরা সফলতা পাবেন।
সমবায় দিবস আলোচনা সভার সভাপতি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন: আজ জাতীয় সমবায় দিবস পালন করা হচ্ছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ দেশে পরিণত করতে হলে কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি ক্ষেত্রে সমবায় গড়া অপরিহার্য।
তিনি আরো বলেন: এ লক্ষ্যে সরকারের পাশাপাশি দেশের বেসরকারি সকল শিল্প ও সেবামূলক প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।
এসময় কৃষি অফিসার শারমিন সুলতানা,ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাঙ্গালি,সমবায়ী নেতা ফজলুল হক,শাহজাহান কবীর,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধাগণ সাংবাদিকবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply