বিএনপি-জামাতের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের তেমন প্রভাব পড়েনি নেত্রকোনার কেন্দুয়ায়। স্বাভাবিক রয়েছে জনজীবন। মাঠে নেই বিএনপি, শান্তি ও উন্নয়ন সভা করেছে আ.লীগ, হরতালে নাশকতা ও জনগণের জানমালের নিরাপত্তা কেন্দুয়া থানা পুলিশ কঠোর সর্তক অবস্থায় রয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দুয়া পৌর শহরসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে হরতালের সমর্থনে কোনো মিছিল- মিটিং, পিকেটিং চোখে পড়নি। এমনকি হরতাল সমর্থিত দলের নেতা কর্মীদেরও দেখা যায়নি। তবে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়।
এদিকে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে জড়ো হতে থাকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করার জন্যে।
বিএনপি জামায়াতের সন্ত্রাসের নৈরাজ্যর অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্র ও বিএনপি-জামাতের ডাকা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ দুপু
Leave a Reply