বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

আলফাডাঙ্গা উপজেলা আ.লীগের উদ্যোগে প্রয়াত তিন আ.লীগ নেতার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলমগীর কবির আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১২৫ পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত মুজিব আদর্শের প্রয়াত তিন আওয়ামী লীগ নেতা,বীরমুক্তিযোদ্ধা শেখ রোকন উদ্দিন,প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা শ্রমীক লীগ ও সদস্য উপজেলা আওয়ামীলীগ, মোঃ সবুর সিকদারশ্রম বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ ও ইমাম হাসান মিলু সভাপতি,বানা ইউনিয়ন আওয়ামীলীগ।

উপরোক্ত তিন আ’লীগ নেতার মৃত্যুতে আজ ২৬ অক্টোবর বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলীম সোজা’র পরিচালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন: জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন, সহ সভাপতি আশরাফ উদ্দিন তারা, দপ্তর সম্পাদক সেলিম রেজা,উপজেলা কৃষকলীগের অাহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শেখ রোকনউদ্দিনের পুত্র শেখ দেলোয়ার হোসেন।

প্রয়াত সবুর শিকদারের ছেলে গোলাম রব্বানী, প্রয়াত ইমাম হাসান মিলুর বড় ভাই মোঃ দুলাল মোল্লা, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোনায়েম খান,বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, বুড়াইচ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকবার মিয়া,টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মোঃ হাবিবুর রহমান সহ উক্ত দোয়া ও আলোচনা সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতা-কর্মী এবং মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

দোয়া ও আলোচনা সভায় বক্তারা সকলে প্রয়াত তিন নেতার রাজনৈতিক ও ব্যক্তি জীবনের আদর্শ তুলে ধরেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারকে যেন আল্লাহ পাক ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন এই আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News