বুধবার, ১৮ জুন ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

মোহনগঞ্জে উপজেলা ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :
  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৩৩ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মোহনগঞ্জ পৌর পাবলিক হলরুমে ছাত্র লীগের কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়েজ রহমান প্লাবন এর সভাপতিত্বে,যুগ্ম আহবায়ক নিয়াজ মোর্শেদ জয় এর সঞ্চালনায় প্রধান অতিথির উপস্থিত ছিলেন: নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এমপি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান বলেন: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষের স্বার্থে মানুষের কল্যানে, জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য আগামী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ছাত্র লীগকে সজাক থাকতে হবে।

দেশের উন্নয়নের ধারাকে ব্যহত করতে, ও দেশকে একটি অকার্যকর রাস্ট্রে পরিনত করতে যড়যন্ত্র চলছে। ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্র লীগের জন্ম। এর পর ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ র যুক্ত ফ্রন্ট,৬দফা ৬৯ এর গণ অভ্যুত্থান,ও ৭১ এর মুক্তি যুদ্ধ সহ দেশের সকল আন্দোলনে ছাত্র লীগের ভূমিকা গুরুত্বপূর্ণ। এবারো সকল যড়যন্ত্র মোকাবেলা করে, ছাত্র লীগের নেতা কর্মীদের নৌকার বিজয় নিশ্চিত করেই ঘরে ফরতে হবে।

এছাড় ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: পৌর মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শহীদ ইকবাল,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান,সাবেক ছাত্র নেতা আবু বকর ছিদ্দিক,কাজল সরকার কামরুজ্জামান,সাইফুল ইসলাম খান, এস এম ফেরদৌস,পারভেজ চৌধুরী, মানিক মিয়া,আবু সালেহ রনি,বাদল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News