বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী নেত্রকোনা জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে,কেউ ঠেকাতে পারবে না – নেত্রকোনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব নেত্রকোনা জেলার ৫টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা নেত্রকোনায় পূর্ব শত্রুতার জেরে গাছ কর্তন ও বাড়ি ঘরে হামলা গুরুতর আহত ০১  নেত্রকোনায় অপূর্ব পালের ফাঁসির দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন কর্মসূচি  নেত্রকোনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার উপকর বিতরণ এফিডেভিট

পূর্বধলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৫০ পঠিত

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ৯ ঘটিকায় উপজেলা হল রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।

দিনটি আজ শেখ রাসেল দিবস হিসেবে সারাদেশে পালিত হয়েছে।১৯৬৪ সালের আজকের দিনে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেলের জন্ম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের সাথে তাকেও হত্যা করা হয়। রাসেল তখন ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন বয়স ছিল মাত্র ১১ বছর।

শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ ও শুভবুদ্ধি বোধসম্পন্ন মানুষের কাছে পরম আদরের নাম,ভালোবাসার নাম। অবহেলিত,পশ্চাৎপদ ও অধিকারবঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রামগঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছে।

মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ-বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর-তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ।মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সাল থেকে শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে। এবার রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো পালিত দিবসটির প্রতিপাদ্য হচ্ছে শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়।

এ উপলক্ষে পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচিতে রয়েছে– আজ সকালে উপজেলায় শেখ রাসেল সহ ১৫ আগস্টের শহীদদের পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আক্তার,ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহামেদ রাজ্জাক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতনা সুমি, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ রাশেদুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম,

সহকারী প্রোগ্রামার মোঃ রফিকুল ইসলাম প্রেসক্লাব পূর্বধলার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান এস এম ওয়াদুদ,ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ।এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ,মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News