ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক একযোগে দেশব্যপী ৫৫৫ টি জয় স্মার্ট সার্ভিসেস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেইনিং সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে৷
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সকল সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
আটপাড়া উপজেলার জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়৷
এ সময় উপস্থিত ছিলেন: উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাকিল আহমেদ,
ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন,
মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী
রেখা, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ ।
আটপাড়া উপজেলায় প্রস্তাবিত উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবনের পঞ্চম তলায় আইসিটি মন্ত্রণালয়ের অধীনে এই ট্রেইনিং সেন্টার স্থাপন করা হবে৷
Leave a Reply