বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

দুর্গাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১১৪ পঠিত

বাল্যবিবাহ প্রতিরোধে নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের নিয়ে এক সচেতনতামূলক সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ দুর্গাপুর উপজেলা শাখা। সোমবার সকাল ১১ টার দিকে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ওই সচেতনতামূলক সভা হয়।

সভায় বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি কলি হাসান ওয়ালীর সভাপতিত্বে সাধারন সম্পাদক রাজেশ গৌড় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার উদ্দিন, সুসং সরকারী মহাবিদ্যালয়ের খন্ডখালীন প্রভাষক জনপদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা কবি সজীম শাইন, দৈনিক কালের কন্ঠের দুর্গাপুর সংবাদদাতা মাসুম বিল্লাহ।

বক্তারা বলেন: বাল্যবিবাহ সমাজের এক চরম ব্যাধি। বাল্যবিবাহের ফলে অনেক মেয়ের জীবন অকালে শেষ হয়ে যায় । আমাদের শিক্ষকদেরও এগিয়ে আসতে হবে বাল্যবিবাহ প্রতিরোধে। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটতে দেখলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ থেকে অভিভাবকদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News