নেত্রকোনার মদন উপজেলায় ১৪ অক্টোবর শনিবার বিকাল ৩ ঘটিকার সময় আল মদিনা সুপার মার্কেটে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পাটির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা বিভিন্ন দল থেকে মহিলাসহ ১০ জন জাতীয় পার্টিতে যোগদান করেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ নূর নবীর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এডভোকেট লিয়াকত আলী খান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন: জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মান্নান খান আরজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নাজিমউদ্দিন যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল মোস্তফা সবুজ,জেলা সহ সম্পাদক মোঃ ফারুক ইয়ার খান কাজল জেলা সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া মোঃ আতিকুল ইসলাম খোকন মোঃ আবুল হোসেন তালুকদার।এ সময় উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মী সম্মেলনে যোগদানকারীরা হলেন মোঃ ছোট্টন মিয়া,চিত্ত রঞ্জন বর্মন,উমর ইসলাম, কার্তিক চন্দ্র সরকার,মোঃ রবিউল ইসলাম মোঃ নুরুল ইসলাম তালুকদার (পুতুল) মোছাঃ তন্দ্রা খান প্রমুখ।
এ সময় প্রধান অতিথি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বলেন: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ছোট ভাই জি এম কাদের এর হাতকে শক্তিশালী করার জন্য এক মাসের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় জাতীয় পার্টি কমিটি গঠনের জন্য উপজেলার জাতীয় পার্টি নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করেন।
Leave a Reply