জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে মোক্তারপাড়া মাঠে দুর্যোগ জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নেত্রকোনার সহযোগিতায় র্যালী, আলোচনাসভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনাতা মূলক দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শাহেদ পারভেজের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যলি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মোক্তারপাড়া মাঠে গিয়ে শেষ হয়।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন: নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুম,অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক,মুক্তিযোদ্ধা অসিত ঘোষ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু,জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ রুহুল আমিনসহ জেলা ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
Leave a Reply