শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নতুন রাস্তার শুভ উদ্বোধন করেছেন কেন্দুয়া-আটপাড়ার আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
বৃহস্পতিবার (১২ অক্টোবর ) বিকেলে উপজেলার পাইকুড়া ইউনিয়নে পাইকুড়া বাজার হতে নওপাড়া বাজার পর্যন্ত নতুন রাস্তার শুভ উদ্বোধন করা হয়।
কেন্দুয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তরে উদ্যোগে ৪৩ লাখ টাকা ব্যয়ে প্রায় ১৬৫ মিটারের নতুন রাস্তাটি উদ্বোধন শেষে পাইকুড়া ইউনিয়নের পাইকুড়া বাজারে সংক্ষিপ্ত মত বিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.বদরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কেন্দুয়া-আটপাড়ার আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
প্রধান অতিথি বলেন: শেখ হাসিনা সরকার মানেই বাংলাদেশের উন্নয়ন, এজন্য যতবার আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। স্বাধীনতার পরে একমাত্র আওয়ামী লীগ সরকার ছাড়া কোন সরকারই বাংলাদেশের উন্নয়ন করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম হবে শহর, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যান। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই চারদিকে উনয়নের জোয়ার বইছে।
তৃনমুল নেতাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী বানানোর জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত নেতৃবৃন্দকে উদাক্ত আহবান জানান।
পাইকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা, পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসলাম উদ্দিন প্রমূখ।
এসময় কেন্দুয়া উপজেলা প্রকৌশল কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন,উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান ভূঞা,মো.তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ উর রহমান বিপুল,আনোয়ারুল হক কনক, শ্রম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আঙ্গুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ পাইকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply