চলতি বছরে জেলা পর্যায়ে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ কর্মকর্তার তালিকায় সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স।
নেএকোনা জেলার–শ্রেষ্ঠ শিক্ষক / শিক্ষিকা, বিদ্যালয়,ব্যক্তি, প্রতিষ্ঠান,কর্মকর্তা ও কর্মচারীগণের তালিকা- ২০২৩ এর মধ্যে শেখ জাহিদ হাসান প্রিন্স নেত্রকোনা জেলার শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নির্বাচিত হওয়ায় শেখ জাহিদ হাসান প্রিন্স সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স ডেইলি নেত্র নিউজ কে বলেন: আমি পূর্বধলা উপজেলায় যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। সব কর্মকাণ্ডে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছে, স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের ঐকান্তিক সহযোহিতায় প্রতিটি কাজ করা সহজ হয়েছে। এ জন্য আমি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি
Leave a Reply