সুনামগঞ্জ -১ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সোম বার দুপুর ১২ ঘটিকায় জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার ৪ তলা ভিত বিশিষ্ট ৪ তলা একাডেমী ভবণের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওয়াগাঁও অষ্ট গ্রাম ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাস পরিচালনা কমিটির সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহকারী শিক্ষক মো: জাকির হুসাইন এর সঞ্চালনায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুসলে উদ্দিন।প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি: সুনামগঞ্জ শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী কামরুজ্জামান নয়ন, জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ,উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মিয়া, ইউপি চেয়ারম্যান আভতারুজ্জামান তালুকদার সহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি: সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার অঙ্গীকার বদ্ধ, এই স্মাট বাংলাদেশ গড়ার জন্য এবং দেশের উন্নয়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা, বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।
শিক্ষার ক্ষেত্রে সরকার আন্তরিক,তাই আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য আহবান জানান। তিনি আরো বলেন: কলকখতা মল্লিক পুরে একটি বিদ্যালয় স্থাপন করা হবে এতে সকলেই সহযোগিতা করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।
Leave a Reply