আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৪ আসনের বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা মোঃ শফি আহমেদ।
গতকাল শুক্রবার বিকালে মদন উপজেলার কাইটাইল নায়েকপুর ও তিয়শ্রী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেন। প্রথমে তিনি নিজ ইউনিয়ন সিংহের বাজারে পৌছঁলে ইউনিয়ন আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।
পরে খোলা মাঠে পথ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনোনয়ন প্রত্যাশী শফি আহমেদ বলেন, বিগত সারে ১৪ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার ভোটের বিকল্প নেই। এছাড়া তিনি তিয়শ্রী বাজার কাইটাইল বাজার, বারৈই বাজার বটতলা বাজার গণ সংযোগ করেন। এতে জেলা উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
গণ সংযোগে উপস্থিত ছিলেন: নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম শাওন জেলা ওলামালীগের সভাপতি জাহাঙ্গীর আলম মদন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন বাঙালী,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুনায়েদ শাহ,উপজেলা আওয়ামী লীগের সদস্য শাজাহান কবির,নায়েকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা,
উপজেলা কৃষক লীগের সদস্য সচিব আব্দুস ছালাম খান সেলিম,তিয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার উল হক আনু,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ,উপজেলা আওয়ামী লীগ নেতা তৌফিক ভূইয়া,পূর্বধলা উপজেলা ছাত্রলীগের আহবায়ক সুলাইমান হোসেন হাসিব,খালিয়াজুড়ি উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাওছার আহমেদ, মদন উপজেলা ছাত্রলীগের আহবায়ক টিপু ইসলাম সোহাগ,যুগ্ন আহবায়ক সাদ্দাম হাজারী ও মদন কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক আকরাম হোসেন প্রমুখ।
Leave a Reply