নেত্রকোনার আটপাড়ায় পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শাকিল আহমেদের সভাপতিত্বে এ অবহিতকরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন:উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো৷ খায়রুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন,মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অবহিতকরণ সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান৷
বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমদ,উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিসহ, বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক,এনজিও প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply