“বাল্য বিবাহ করবো না,বাল্য বিবাহ দিবো না”এ শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৩আগষ্ট) দুপুরে সততা সংঘের আয়োজনে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও সমন্বিত উন্নয়ন প্রকল্প, নেত্রকোনার সহযোগিতায় উপজেলার রায়পুর-পিজাহাতি দাখিল মাদ্রাসার মাঠে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের মাঝে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
রায়পুর পিজাহাতি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হারুন অর রশিদের সভাপতিত্বে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির কোঅর্ডিনেটর চয়ন সরকারের সঞ্চালনায় ক্যাম্পেইনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নারী নেত্রী কল্যাণী হাসান।
প্রধান অতিথি কল্যাণী হাসন উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন: মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছর বয়স না হলে বিবাহ দিবেন না এবং বিবাহ করবেন না।
তিনি আরো বলেন: যেখানে বাল্যবিবাহ সেখানেই প্রতিরোধ। আপনারা আপনার এলাকায় কোন বাল্য বিবাহ হলে শুধু আমাদেরকে যেকোন উপায়ে জানানোর চেষ্টা করবেন। বাকী কাজটুকু আমরাই করব।
বাল্য বিবাহ প্রতিরোধে সব ধরনের সহযোগিতা আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন: অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ শিক্ষার্থীবৃন্দ,অভিভাবক বৃন্দ ও এলাকার সুধীজন ও সাংবাদিকগণ প্রমূখ।
Leave a Reply