বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

কেন্দুয়ায় স্বাস্থ্য সেবা মানোন্নয়ন ও করণীয় বিযয়ক কর্মশালা

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৯২ পঠিত

স্বাস্থ্য সেবা মানোন্নয়নে চাই সমতা জবাবদিহিতা ও অংশ গ্রহণ এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় স্বাস্থ্য সেবা মানোন্নয়ন ও করণীয় বিযয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙৃগলবার (২২ আগস্ট) দুপুরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও বাংলাদেশ হেলথ ওয়াচের আয়োজনে এবং স্বালম্বী উন্নয়ন সমিতির সহযোগীতায় স্বাস্থ্য কর্মকর্তা, যুব ফোরাম,নার্স,কমিউনিটির সেবা প্রদানকারিগণ ও স্বাস্থ্যসেবা গ্রহিতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো.রহিছ উদ্দিনের সভাপতিত্বে সাবলম্বী উন্নয়ন সমিতির কোহিনূর বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:এবাদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরএমও ডা: নাজমুল হাসান মাসুদ খান,উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শাহিনূর খন্দকার প্রমূখ।

স্বাস্থ্য সেবা মানোন্নয়ন বিষয়ক কর্মশালা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রধান অতিথি ডাঃ এবাদুর রহমান। এসময় কেন্দুয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য কর্মীবৃন্দ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News