নেত্রকোনার পূর্বধলায় আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছা সেবকলীগ, তাঁতীলীগ, মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের ব্যানারে আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় উপজেলার হেলিপ্যাড মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সমাবেশ ও শোক র্যালীর আয়োজন করা হয়।
জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কর্মসূচী সফল করতে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল থেকেই মিছিলে মিছিলে দলে দলে যোগদান করেন নেতা কর্মীরা। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আইয়ুব আলী, পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, বিশকাকুনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন মাস্টার, হোগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন, জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা, বিশকাকুনী ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম আল আমিন, আগিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান
আনোয়ার হোসেন, বৈরাটি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান মোশারফ, গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসনাত জামান খোকন।
পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: আবুল কালাম তালুকদার, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মজিবর, বিশকাকুনী ইউনিয়নের সভাপতি কাসেম মন্ডল, সাধারণ সম্পাদক সুভাষ, মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহনাজ পারভীন, আগিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুবেল, যুবলীগ নেতা মুকুল কায়সার, শহীদুল ইসলাম আঙ্গুর, নি মন্ডল, সার্রয়ার হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি রেজুয়ানুর রশিদ, পূর্বধলা সরকারি কলেজ শাখার সভাপতি হৃদয় হাসান, মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়কোবাদ খোকন প্রমুখ।
Leave a Reply