নেত্রকোনার কেন্দুয়ায় নানা আয়োজনে উপজোলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদনসহ জাতীয় শোক দিবসের শোক র্যালি পৌর সদরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাবেরী জালালের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
উপজেলা ক্রীড়া সংস্থা সহ সভাপতি মো. আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া , সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, ওসি আলী হোসেন পিপিএম প্রমূখ।
এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান ভূঞা, মো. তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Leave a Reply