সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজার সংলগ্ন মনাই নদীর উপর নির্মিত বেইলি ব্রিজটির পাটাতন ধসে গিয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে অতিরিক্ত ইট বোঝাই একটি ট্রাক সেতু পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকে ড্রাইভারসহ পাঁচজন ছিল। প্রাথমিকভাবে কেউ হতাহত হয়নি। ট্রাক চালক ব্রিজের উপর ট্রাক রেখে সরে যান।
আজ সকাল নয়টায় ঘটনাস্থল পরিদর্শনে চালককে পাওয়া যায়নি। ট্রাকের পিছনের চাকা পাটাতনসহ ডেবে যাওয়ার ব্রীজের দুপাশে যাতায়াত ব্যবস্থা প্রায় বন্ধ।
চালকের সহকারী রনি মিয়া পাওয়া গেলে জানান, বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলাম।
স্থানীয়রা প্রত্যক্ষদর্শী জানান, উপজেলায় যাতায়াতের একমাত্র রাস্তায় ট্রাক ফেঁসে যাওয়ায় পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়নের ছাত্র-ছাত্রী, পেশাজীবি সহ সাধারন মানুষের দুর্ভোগ বেড়ে গেলো।মূলত ট্রাকটি গাছতলা বাজারে রাস্তা নির্মাণ কাজে নিয়োজিত একটি টিকাদারী প্রতিষ্ঠানের।
টিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আব্দুস ছাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান:
উক্ত ট্রাকে ছয় হাজার ইট ছিল। যার আনুমানিক ওজন পনের থেকে আঠারো টন।
ব্রিজের পাশেই সওজ এর বিলবোর্ডে টানানো ব্রিজটির ধারন ক্ষমতা পাঁচ টন। এর অধিক মালামাল বহন করবেন না।
খবর পেয়ে সকাল সাড়ে নয়টায় ধর্মপাশা উপজেলার নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান:জনগুরুত্বপূর্ণ এ সেতুটি নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের সংশিষ্ট কর্মকর্তাকে অভিহিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের জন্য সংশিষ্ট সকলকে অভিহিত করা হয়েছে। প্রাথমিকভাবে ব্রিজের উপর হতে ইট সরানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।
ধর্মপাশা উপজেলার এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, এ ব্রিজটি নেত্রকোনা জেলার সড়ক ও জনপথ বিভাগের অধীনে।
নেত্রকোনা জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ধর্মপাশা ইউএনও মহোদয় বিষয়টি অবহিত করছেন।
আমাদের সওজের লোকবল ইতিমধ্যে পাঠিয়েছি। আজকের মধ্যেই আমরা তা নিরসন করবো।
পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল জানান এ ব্রিজটি অনেক পুরাতন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। অচিরেই আরসিসি ঢালাই ব্রিজ নির্মাণ না করলে যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বলেন: জনদুর্ভোগ কমাতে প্রাথমিকভাবে ট্রাক আনলোড করার উদ্যোগ নেয়া হয়েছে।
ধর্মপাশা উপজেলার এসিল্যান্ড মো: অলিদুজ্জামান সেতুর উপর অতিরিক্ত মাল বোঝাই প্রসঙ্গে জানান, সংশিষ্ট অধিদপ্তর বিষয়টি আমাদের লিখিতভাবে জানালে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply