শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

নেত্রকোনায় তিন দিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন   

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১০৫ পঠিত

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,নেত্রকোনা সদর,পুরাতন কালেক্টরেট মাঠে ৩০ জুলাই থেকে ১ লা আগষ্ট পর্যন্ত তিন দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে কৃষি মেলার উদ্বোধন করেন নেত্রকোনা-(সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ,জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম,মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবিনা ইয়াছমিন।

পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসা বাড়ীর আঙ্গীণায় বৃক্ষ রোপনের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বনজ,ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবিনা ইয়াছমিন বলেন: এভারের কৃষি মেলায় ২১টি বিভিন্ন ধরণের স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News