নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মাট বাংলাদেশ এ স্লোগানে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালী মৎস অবমুক্তকরণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় এবং উপজেলার একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
নেত্রকোনা সদর উপজেলা পরিষদের হলরুমে জেলার বিভিন্ন এলাকার মৎস্য খামারি ও মৎসজিবীদের উপস্থিতিতে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন: সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী,জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট অসিত সরকার সজল,পুলিশ সুপার ফয়েজ আহমেদ,জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম,জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক,মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার
Leave a Reply