সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন এই প্রতিপাদ্যে জাতীয় পাবলিক সার্ভিস দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো.খায়রুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, এতে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা ।
Leave a Reply