নেত্রকোনার দুর্গাপুরে এ্যাম্বুল্যান্সে করে মাদক পাচারকালে ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ।এসময় চালক মো: বাবুল মিয়াকে (৪২) আটক করা হয়েছে,বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে দুর্গাপুর পৌরসভার খরস এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে : বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ্যাম্বুল্যান্স (ঢাকা মেট্রো চ-৫১-২৯০১) এর ভিতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যায়। এ সময় এ্যাম্বুল্যান্স চালককে আটক করে পুলিশ।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম বলেন: এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply