সড়কপথে যানজট নিরসন করে জনসাধারণের স্বস্তিদায়ক চলাফেরা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে ট্রাফিক পুলিশ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সড়কপথে পড়ে থেকে সেবা দিয়ে যাওয়া এই বিভাগের সদস্যদের দায়িত্বরত অবস্থায় স্বস্তি দিতে নেত্রকোনায় উদ্বোধন হয়েছে ট্রাফিক পুলিশ বক্স।
ট্রাফিক পুলিশ বক্সটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে জায়গা নির্ধারণ ও বন্দোবস্ত করে দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নও করেন তিনি।
নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সটি’র রোববার ১৬ জুলাই দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য্য।
ট্রাফিক পুলিশ বক্সটি নির্মাণ হওয়াতে ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন: পথে দাঁড়িয়ে দায়িত্বপালন করতে করতে ক্লান্ত হয়ে গেলে কোথাও একটু বিশ্রাম নেয়ার সুযোগ পাওয়া যেতো না। ঝড়বৃষ্টি বা রোদ সবকিছুই মাথার ওপর দিয়ে যেতো। বড্ড অসহায় লাগতো নিজেদের তবে বক্সটি হওয়াতে মনের ভিতর অন্যরকম এক শক্তি কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন: নেত্রকোনার পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদ,জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিরোধ যোদ্ধা অসিত কুমার সজল,পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান,সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক,জেলা প্রেসক্লাবের সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান খান,পুলিশ সুপার জান্নাত আফরোজ (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হারুন অর রশীদ,শিবলী সাদিক (সদর সার্কেল),ইন্সপেক্টর মৃদুল কুমার দাস (শহর ও যান),ইকবাল হোসেন (এমটিআই) সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply