নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ কৃষি ব্যাংক ও সাব রেজিষ্ট্রার অফিসে হামলা অভিযোগ পাওয়া গেছে।রোববার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের চাঁনপুর এলাকায় কৃষি ব্যাংক ও সাব রেজিষ্ট্রার অফিসে এ ঘটনা ঘটেছে
আহতরা হলেন: কলমাকান্দা সদর ইউনিয়নের শিংপুর গ্রামের আকবর আলীর ছেলে বাবুল মিয়া (৪৫), একই ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের মো. জমির আলীর ছেলে মো. মঞ্জুরুল ইসলাম (৫২) ও মৃত সুলতান মিয়ার ছেলে জানে আলম জনি (৪২)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী ও সাব রেজিষ্ট্রার মো. মিজানুর ও কৃষি ব্যাংক ম্যানেজার মো. মাজহারুল ইসলাম বলেন: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের ছোট্ট ও এমজাদ মিয়া এর নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একটি দল হামলা চালিয়ে ভাংচুর করে।
এতে সেবা নিতে আসা লোকজনের মধ্যে তিনজন গুরুতর আহত হয় কলমাকান্দা থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবিষয়ে জানতে অভিযুক্ত ছোট্ট ও এমজাদ মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো.আক্তার মিয়া বলেন : সাব রেজিষ্ট্রার অফিসে দলিল লেখকদের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এঘটনার জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালনের কর্মসুচী ঘোষণা করে কর্ম বিরতি পালন চলছে ।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম পিপিএম বলেন: খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply