নেত্রকোনার কেন্দুয়ায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান “সুরের ঝর্না ধারা” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) বিকেলে সপ্তসুর সঙ্গীত বিদ্যসলয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুলের পরিচালক সুসেন চন্দ্র সাহা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
জয়িতা সাহা সিঁথির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রাজীব হোসেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান,কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন প্রমূখ।
সপ্তসুর সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক সুসেন সাহা রায়ের সাথে কথা হলে তিনি জানান, এই সঙ্গীত বিদ্যালয়টি ২০১০ সালে প্রতিষ্টিত করি।
প্রতিষ্ঠার পর থেকে এলাকার ছোট-ছোট ছেলে মেয়েকে সাংস্কৃতিক চর্চাই এই সঙ্গীত বিদ্যালয়ের প্রধান কাজ। স্থানীয় নেতৃবৃন্দ সহযোগিতা করছেন, আগামীতেও আরো সহযোগীতা কামনা করেন তিনি।
এসময় সপ্তসুর সঙ্গীত বিদ্যালয়ের প্রশিক্ষিত শিল্পীবৃন্দ-
সরকার আদ্রিতা সজল, আফনান ভূঞা নাবিল, সাত্যকী সরকার,শিউলি
স্নিগ্ধা ধর, রুদ্র ভদ্র, অর্পা কর্মকার প্রিয়া, সুস্মিতা সাহা তিথি, ত্রয়ী, রূপন্তি, রুদ্র, অদিতি,পূজা,প্লাবন,অতিথি দেবনাথ অর্থি ও সুস্মিতা সাহা তিথি কবিতা আবৃতি, গান ও নৃত্য পরিবেশন করেন।
এছাড়াও অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন,প্রদীপ পন্ডিত, দিলবাহার খান, সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক সুসেন সাহা রায় প্রমূখ।
Leave a Reply