এক মাস ছুটি নিয়ে দুই মাসের বেশি সময় ধরে হাসপাতালে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাওসার জাহান ঐশির বিরুদ্ধে। এই সময় তিনি আমেরিকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স,স্টাফসহ ও অন্য চিকিৎসকদের সাথে কথা বলে জানা যায় : বছরখানেক আগে ঐশির বিয়ে হয়েছে। তার স্বামী আমেরিকায় থাকেন। তাই ছুটি নিয়ে তিনি আমেরিকায় স্বামীর কাছে চলে গেছেন।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে: চলতি বছরের ৬ মে এক মাসের ছুটি নেন ঐশি। সেই হিসেবে ৫ জুন তার কর্মস্থলে যোগদান করার কথা ছিল। কিন্তু ১১ জুলাই পর্যন্ত তিনি যোগদান করেননি। স্বাস্থ্য কমপ্লেক্সে ঐশিসহ মোট ১২ জন মেডিকেল অফিসার রয়েছেন। ঐশির অনুপস্থিতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তত দুইজন মেডিকেল অফিসার নাম প্রকাশ না করার শর্তে বলেন: ডাক্তার ঐশিকে অনেকদিন ধরে হাসপাতালে অনুপস্থিত। এমনকি মেডিকেল অফিসারদের ব্যক্তিগত কথপোকথনের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও তিনি কোনো ম্যাসেজ দেন না অনেক দিন ধরে।
এ ব্যাপারে জানতে চিকিৎসক ঐশির ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পার্থ সরকার বলেন: ডা. ঐশির ছুটি জুনের ৫ তারিখে শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত তিনি কর্মস্থলে যোগ দেননি। তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। অসুস্থ কিনা বা কোথায় আছেন তার বিষয়ে কিছুই জানা নেই।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন: ছুটি শেষ হওয়ার পরেও অনেক দিন ধরে অনুপস্থিত রয়েছেন ডা. ঐশি। কোথায় আছেন বা অসুস্থ কিনা সে বিষয়ে আমাদের তিনি লিখিতভাবে অবহিত করেননি। গত মাসে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নিয়মানুযায়ী আরও একটি শোকজ দেওয়া হবে। এদিকে ডাক্তারের অভাবে চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটছে। বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।
আমেরিকা চলে যাওয়ার বিষয়ে অবহিত করলে তিনি বলেন: ঐশি কোথায় আছে সেটা জানি না। তিনি আমেরিকা গেছেন এমন প্রমাণ যেহতেু হাতে নেই, তাই নিশ্চিত করে তো সেটা বলা যাচ্ছে না। তবে বিদেশে গেলে তো কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন আছে,অনুমতি ছাড়া বিদেশ যাওয়ার নিয়ম নেই।