পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে ২০ কেজি গাঁজাসহ কামরুল হাসান (৪২) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ।
গত বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৩ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জের ইসবপুর বিদ্যুত অফিসের সামনের সড়ক এলাকায় ঢাকা গামী ( ঢাকা মেট্রো ব- ১৩-২২৫৩ ) শাহ-সুলতান বাস তল্লাশি করে ২ টি ট্রাভেল ব্যাগে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কামরুল হাসান নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পূ্র্বধলা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃত কামরুল হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মনকশাইর গ্রামের মৃত অফিজ উদ্দিন ভুইয়ার ছেলে। পূ্র্বধলা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ মহোদয়ের দিক নির্দেশনায় পূর্বধলা থানা অন্তগত শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
উল্লেখ্য, এই সড়ক পথে প্রতিনিয়ত ভারতীয় বিভিন্ন ধরনের মদ, হুইসকি, গাঁজা, চিনি, মসলা, কসমেটিক সামগ্রী, শাড়ি, কম্বলসহ বিভিন্ন ধরনের মালামাল পাচার হয়ে আসছে। আর সুভাগ্যক্রমে দু”একটি চালান ধরা পড়লেও বাকীরা অধরার মধ্যেই রয়েছে। ফলে সরকার বিপুল টাকার রাজস্ব হারাচ্ছে। আর হাতে গুনা দু’চারজন ব্যাক্তি লাভবান হচ্ছে।
Leave a Reply