মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

কেন্দুয়ায় দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৮৯ পঠিত

রুখবো দূর্নীতি,গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“দূর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য” বিতর্কের বিষয়বস্তুর পক্ষে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রিয়ন্তী,রোদৌসী, আদৃতা সজল ও কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের আফনান ভূঞা নাবিল,আম্মাদ সাদী, সাদ মোহাম্মদ দূর্লভ বিতর্কে অংশ গ্রহণ করেন।

তুমুল বিতর্কে বিচারকদের সুক্ষ বিবেচনায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় বিজয়ী দল হিসেবে ঘোষণা করা হয় পাশাপাশি শ্রেষ্ঠ বক্তা হন কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আফনান ভূঞা নাবিল।

বিতর্কের পূর্বে বুধবার (১২ জুলাই) বিকেলে দূর্নীতি দমন কমিশন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দূর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মোহাম্মদ আবুল হোসেন।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ লুৎফর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রাজীব হোসেন।

এসময় কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম, একাডেমিক সুপারভাইজার শামীমা আক্তার, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর চৌধুরী, সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মুখলেছুর রহমান বাঙ্গালী,কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনসহ সাংবাদিকবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News