বাংলাদেশ তাঁতীলীগ কেন্দুয়া উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।বাপ্পি খন্দকারকে আহবায়ক ও রাফসান জামি সিয়ামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেন নেত্রকোনা জেলা তাঁতীলীগ।
১০ জুলাই (সোমবার) রাতে আহবায়ক কমিটির সদস্য সচিব মো. রাফসান জামি সিয়াম জানান: বাংলাদেশ তাঁতীলীগ নেত্রকোনা জেলার সভাপতি এম ডি আরিফুল ইসলাম মুরাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান সোহাগ ওই কমিটির অনুমোদন দেন।
এসময় জেলা তাঁতীলীগের নেতৃবৃন্দ বলেন, গঠতন্ত্র মোতাবেক কমিটি পরিচালিত হবে। এছাড়াও ৩ মাসের মধ্যে পূণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়।
৩১ সদস্যের কমিটির ২৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ৪ জনের নাম পরে ঘোষণা করা হবে বলেও জানান সদস্য সচিব।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক- আতাউর রহমান, নাজমুস সাকিব খান,সোহাগ রানা,আসাদুজ্জামান বিন্দু,মোশারফ হোসেন,সৈয়দ টিপু সুলতান, এখলাস মিয়া,মাসুদ মিয়া,মহসিন আলম,আজহারুল আলম,বরকত উল্লাহ।
সম্মানিত সদস্যগণ হলেন-মইনুল হাসান,জানু মিয়া,পলাশ সেন,সুজিত সুত্রধর,রুবেল মিয়া,কাঞ্চন মিয়া,জহির রায়হান,শাওন বাজপাই,হিরেন্দ্র সুত্রধর,আতিক মিয়া,শরিফুল ইসলাম শামীম,সাদেক মিয়া এনং মোহাম্মদ আলী।
Leave a Reply