নেত্রকোনার পূর্বধলায় জুয়ার আসর থেকে পুলিশের অভিযানে আটক ১০ জুয়াড়ি শুক্রবার ( ৭ জুলাই ) রাত ৩টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই গ্রামের মোঃ আব্দুল হেলিম বসত ঘরে তাস দিয়ে জুয়া খেলার সময় জোয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান: গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাত ৩টার দিকে উপজেলার পাবই গ্রামের মোঃ আব্দুল হেলিম বসত ঘরে তাস দিয়ে জুয়া খেলার সময় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তারা জুয়ার আসরে মগ্ন ছিলেন।
পরে তাদের নামে জোয়ার আইনে নিয়মিত মামলা রজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।আটককৃতরা হলেন: উপজেলার পাবই গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোহাম্মদ এখলাছ উদ্দিন (৩৫)মৃত হোসেন আলীর ছেলে মোঃ শাহিন মিয়া (৩০ )মোঃ শামসুদ্দিনের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩৫)মোঃ শাহাব উদ্দিনের ছেলে অলিউল্লাহ (২৫)মোঃ গনি মিয়ার ছেলে খোকন মিয়া(৩৮) মৃত এলিম শেখের ছেলে আবুল কাশেম(৬০)মৃত কসম উদ্দিন এর ছেলে হাদিস মিয়া( ৩৫) মৃত নূরুল আমিন এর ছেলে মোঃ নজরুল ইসলাম (২৭) বাছির উদ্দিন এর ছেলে মোঃ মোস্তাক (৫০)ও মোঃ নাজিম উদ্দিন এর ছেলে মোঃ মেহেদী হাসান (১৮)।
Leave a Reply