নেত্রকোণার পূর্বধলায় পৃথক দুর্ঘটনায় নিখোঁজ হওয়া ৪ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার ( ৫ জুলাই) বিকাল ৬ টার দিকে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারের পাশে কংস নদের মুচারবাড়ি গোদারা ঘাটে ফেরী পারাপারের সময় নৌকাডুবির ঘটনা ঘটে।
কংস নদে নৌকা ডুবে নিখোঁজ ৩ জন দুর্গাপুর উপজেলার দেওটুকোন গ্রামের মোঃ রেনু মিয়ার ছেলে মাদ্রাসার ছাত্র মাহাবুব (১২), মোঃ সিদ্দিক সরকারের ছেলে স্বপন মিয়া (২৫) ও পূর্বধলা উপজেলার আগমারকেন্ডা গ্রামের সাহেদ উদ্দিন এর ছেলে সোহেল (২১) ও গতকাল বৃহস্পতিবার ( ৬ জুলাই) ধলাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া উপজেলার খলিশাউড় ইউনিয়নের কুতিউড়া গ্রামের মৃত জইন উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়।
গতকাল বৃহস্পতিবার ভোর রাতে মাহাবুব আলম ও নৌকা ডুবির অপর দুজনের মধ্যে নিখোঁজ স্বপনের লাশ আজ শুক্রবার সকাল ৯ টায় বারহাট্টা উপজেলার ফকিরাবাজার এলাকায় এবং সোহেলের লাশ মুচারবাড়ি ঘাট থেকে ১১ টায় উদ্ধার করা হয়। অপরদিকে আজ শুক্রবার (৭ জুলাই) সকাল ১০ টায় উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের নারায়নডহর ব্রীজ সংলগ্ন ভাসমান অবস্থায় নিহতের লাশ উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা আড়াইটার দিকে পূর্বধলা সদর ইউনিয়নের আসাবসন কেন্দ্র সংলগ্ন এবং ভিকটিম আব্দুল জলিলের বাড়ির পাশে ধলাই নদীতে গোসল করতে গেলে খর স্রোতে তলিয়ে যায়।
আশেপাশের লোকজন স্থানীয় ভাবে উদ্ধারের চেষ্টা করে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ সকালে আব্দুল জলিলের লাশ নদীর পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তরে নিখোঁজ আব্দুল জলিল মানসিক বিকারগ্রস্থ ছিলেন।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্দ) মোঃ মাসুদ হাওলাদার জানান: আব্দুল জলিল নামে এক ব্যক্তি নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আজ সকালে নারায়নডহর ব্রীজ সংলগ্ন ভিকটিমের লাশ উদ্ধার হয়েছে। লোকটি মানসিক বিকারগ্রস্থ। আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, পূর্বধলা উপজেলার জামধলা বাজার গোদারাঘাট থেকে স্থানীয় নৌকার মাঝি রঙ্গু লাল একটি ডিঙ্গি নৌকায় করে ১০/১৫ জন লোক নিয়ে নদীর ওপাড়ে দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি গোদারা ঘাটে যাচ্ছিলেন।
মাঝ পথে নদের স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে ৩ জন যাত্রী নিখোঁজ হওয়ায় স্থানীয় লোকজন, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ও ডুবুরি দলের টিম উদ্ধার কাজে অংশ গ্রহণ করে।
Leave a Reply