নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় ভারতীয় আমদানী ৬০ বোতল নিষিদ্ধ মদসহ তিন তরুণ আটক ও একটি প্রাইভেটকার জব্দ করেছে কলমাকান্দা থানা পুলিশ।
শুক্রবার ২৩ শে জুন সকালে উপজেলার এতিমখানা রোডে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে একটি সাদা রঙের প্রাইভেটকার ও গাড়ির ভেতরে থাকা ৬০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন: গাজীপুরের শ্রীপুর এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ রাকিব মিয়া, আব্দুস সামাদের ছেলে আরিফুল ইসলাম ও কাদির সরকারের ছেলে রনি সরকার।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply