নেত্রকোণার আটপাড়ায় শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) ২০২৩ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব -১৭) ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে নেত্রকোণার আটপাড়ার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হয়, উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাকিল আহমেদের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা।
জাতীয় ক্রীড়া সংস্থার আটপাড়া উপজেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ সহ আরো অনেকেই। টুর্নামেন্টে বিভিন্ন ইউনিয়নের ফুটবল দল অংশ গ্রহণ করে৷ প্রথম দিনে প্রথম খেলায় মুখোমুখি হয় লুনেশ্বর ইউনিয়ন এবং স্বরমুশিয়া ইউনিয়ন।
দ্বিতীয় খেলায় অংশ নেয় সুখারী এবং শুনই ইউনিয়ন।
Leave a Reply