ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ২৫ কোটি’৮৩ লক্ষ, ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (১৮ জুন) সকাল ১০ টায় আলফাডাঙ্গা পৌরসভার আয়োজনে উক্ত বাজেট ঘোষণা করেন মেয়র আলী আকসাদ ঝন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যদেন সংসদ সদস্য এর সহধর্মিণী সেলিনা আক্তার।
এসময় পৌর নিবার্হী কর্মকর্তা মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ৬ নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন ও প্যানেল মেয়র ইউসুফ মুন্সী।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির ও টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেনসহ পৌর কাউন্সিলরবৃন্দ পৌর সভার প্রকৌশলী কর্মচারি বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply