নেত্রকোণার পূর্বধলায় বিএইউ রিসার্কুলেটিং ধান শুকানো যন্ত্রের প্রদর্শন ও প্রশিক্ষণ,পোস্ট- হারভেস্ট লস্ রিডাকশন ইনোভেশন ল্যাব (ফিলিল)- বাংলাদেশ ফেজ-২ প্রকল্প এর (কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ ২২০২ আয়োজনে এ প্রদর্শন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ফিলিল বাংলাদেশ প্রফেসর ড.মোঃ মন্জুরুল আলমের সভাপতিত্বে শ্যামগঞ্জ বাজার পূর্বধলায় মেসার্স মতি অটো রাইস মিল মাঠে এ বিএইউ রিসার্কুলেটিং ধান শুকানো যন্ত্রের প্রদর্শন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন: রিসার্স কো-অরডিনেটর (ড্রাইং) প্রফেসর ড. চয়ন কুমার সাহা,লেকচারার বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি শাহাবুদ্দিন আহম্মেদ,রিসার্স এ্যাসোসিয়েট (আসমি বিডি) ইন্জিনিয়ার সুরজিৎ সরকার, লিয়াজ অফিসার মোঃ আরিফ হোসেন,মতি অটো রাইস মিলের মালিক মোঃ মাহবুবুর রহমান খানসহ প্রশিক্ষনার্থীগন উপস্থিত ছিলেন।
Leave a Reply