বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

দুই সিটিতে ভোটগ্রহণ কাল: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

অনলাইন ডেস্ক :
  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২০৮ পঠিত

বরিশাল ও খুলনা সিটি নির্বাচনে ভোট কাল কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে দুই সিটিতে ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট হবে ইভিএম এর মাধ্যমে।

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বরিশালে সাড়ে চার হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিবি। নগরীর ১২৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৬ টিই ঝূঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নগরীতে মোট ভোটার দুই লাখ ৭৪ হাজার ৯৯৫ জন

এদিকে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নগরীর ৩১ টি ওয়ার্ডের মধ্যে কয়েকটিতে সহিংসতার আশঙ্কায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। শনিবার মধ্যরাতে দুই সিটিতে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News