নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা এলাকায় রেললাইনের ওপর বালুবাহী একটি ট্রাকের এক্সেল ভেঙে রেললাইনে আটকে যায়।
স্টেশনমাস্টারকে মোবাইল ফোনে জানানো হলে ট্রেনটি থামানো হয় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ময়মনসিংহ ও জারিয়া রেলপথের জালশুকা লেভেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
ওই রেললাইনের জালশুকা লেভেল ক্রসিংয়ের গেটম্যান বলেন : ট্রেনে আসার কয়েক মিনিট আগে রেললাইনে উঠতেই একটি ট্রাকের এক্সেল ভেঙে যায়। এতে করে স্থানীয়দের মাঝে আতংক দেখা দেয়। পরে মোবাইল ফোনে জালশুকা স্টেশন মাস্টারকে জানিয়ে ট্রেনটি থামানো হয়।
পূর্বধলা স্টেশনমাস্টার আবদুল মোমেন বলেন : ট্রাকের এক্সেল ভেঙে যাওয়ার খবরে জালশুকা স্টেশনে ট্রেনটি প্রায় পঞ্চাশ মিনিট থামিয়ে রাখা হয়। পরে ট্রাকটি সরিয়ে আবার লাইন স্বাভাবিক করা হয়।
Leave a Reply