নেত্রকোণায় জেলা মিশুক, বেবি টেক্সি, সিএনজি, টেক্সি কার চালক শ্রমিক ইউনিয়নের নির্বাচন বন্ধে গতকাল ৭ জুন নজরুল ও বিল্লালসহ শ্রমিক ইউনিয়নের সাবেক নেতাদের অপতৎপরতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনে অংশগ্রহণকারী নেতারা।
আগামী ১৭ই জুন নেত্রকোণা জেলা মিশুক, বেবি টেক্সি, টেক্সি কার এবং সিএনজি চালিত অটো রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পর্কে ভূয়া ও মিথ্যা বানোয়াট তথ্যদিয়ে করা সংবাদ সম্মেলনর বিরুদ্ধে আজ দুপুরে নেত্রকোণা পৌর শহরের রাজুর বাজার সিএনজি ষ্ট্যান্ডে জেলা মিশুক, বেবি ট্যাক্সি, টেক্সি কার সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন যার রেজিষ্টেশন নং- ময়মনসিংহ ৬২ এর আয়োজনে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করেন, সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান পাঠান চঞ্চল।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলার জেলা মিশুক, বেবি ট্যাক্সি, টেক্সি কার সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক দুলাল মিয়া, সাবেক সাংগঠনিক রবিকুল, দপ্তর সম্পাদক আল-আমিন মিয়া, সদস্য খোকন মিয়া ও শ্রমিক নেতারাসহ জেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply