নেত্রকোনার মোহনগঞ্জে যুবপ্রজন্ম আওয়ামী স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত মোহনগঞ্জ উপজেলা শখা কমিটিতে সভাপতি করা হয়েছে আল মোজাহিদ তালুকদারকে।
এতে সহ-সভাপতি শেখ সোহাগ আল মাহমুদ, সাধারণ সম্পাদক- বায়জিদ হাসান ও যুগ্ন সাধারণ সম্পাদক- রিফায়েত হোসেন রিফাত ও সাংগঠনিক সম্পাদক- মো. হৃদয় মিয়াসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার নতুন কমিটির সভাপতি আল মোজাহিদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে গত ২৩ মে জেলা কমিটির আহ্বায়ক মো. হানিফ শেখ ও সদস্য সচিব-পিয়াস দত্ত স্বাক্ষরিত পত্রে ২১ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটি অনুমোদন করা হয়।
যুবপ্রজন্ম আওয়ামী স্বেচ্ছাসেবী পরিষদ মোহনগঞ্জ উপজেলা শখার সভাপতি আল মোজাহিদ তালুকদার বলেন : বিএনপি-জামায়াত জোট সহ সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো দেশরত্ন শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করতে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন, অপসংস্কৃতি রুখতে এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আমরা কাজ করে যাব।
Leave a Reply