শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

পূর্বধলায় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণের চেক বিতরণ

রুহুল সরকার পূর্বধলা প্রতিনিধিঃ 
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২২১ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পুণর্বাসনের লক্ষ্যে অসহায় দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দুঃস্থ ব্যাক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে গৃহ নির্মাণ সহায়তা বাবদ ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। এ সময় ১৯৬ টি পরিবারের মাঝে ২শত বান্ডিল ঢেউটিন ও ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য (মহিলা সংরক্ষিত আসন-৩১৮) জাকিয়া পারভীন খানম মনি এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা

কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, জেলা পরিষদের মহিলা সংরক্ষিত সদস্য শাহনাজ পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল, জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, হোগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা, ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজোওয়ানুর রহমান রনি, আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, বিশকাকুনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম আল আমিন,

খলিশাউড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল সরকার, নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী,বৈরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান তালুকদার মোশাররফ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি আইয়ুব আলী, সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম তালুকদার,মিজানুর রহমান মুজিবুর,আহনাফ হোসেন,মুকুল কায়সার আকন্দ,সারোয়ার হোসেন খোকন,নজরুল ইসলাম মন্ডল মনি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News