নেত্রকোনার কেন্দুয়ায় মেম্বার পদে উপনির্বাচনে ২জন পুরুষকে হারিয়ে মদিনা আক্তার বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম এর মাধ্যমে উপজেলার আশুজিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপনির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আজহারুল ইসলাম খান।
তিনি জানান, উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩১৭১,মোট কাষ্টিং ভোটার সংখ্যা ১৯০১, অনুপস্থিত ভোটারের সংখ্যা ১২৭০, কোন ভোট বাতিল হয় নাই।
উপনির্বাচনে তিন জন প্রার্থী অংশ গ্রহন করেন,তারা হলেন-
ঘুড়ি প্রতীকে মোসা: মদিনা আক্তার প্রাপ্ত ভোট (১০০৪),
ফুটবল প্রতীকে মহসিন মিয়া (প্রাপ্ত ভোট ৮৫৮) এবং
মোরগ প্রতীকে মো:জামাল উদ্দিন রতন (প্রাপ্ত ভোট ৩৯)।
আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এ উপ-নির্বাচন মেম্বার পদে ১০০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোসা: মদিনা আক্তার।
প্রসঙ্গতঃ এ ওয়ার্ডের মেম্বার মোসা:মদিনা আক্তারের স্বামী আব্দুল হাইয়ের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, স্বামীর মৃত্যুর পর এলাকাবাসী তাঁকে মেম্বার পদে প্রার্থী হতে সমর্থন দেন।
তারঁ স্বামী মৃত্যুকালীন সময় দুই মেয়ে ও এক পুত্র সন্তান রেখে যান। আব্দুল হাই মেম্বারের মৃত্যুতে এই পরিবারটি চরম অসহায় হয়ে পড়ে। এই পরিবারটির প্রতি ভোটারদের সহানুভূতি ও পরম দয়ায় উপ-নির্বাচনে এই এতিম সন্তানদের মুখের দিকে চেয়ে তাঁকে নির্বাচিত করেছেন ভোটারগণ । ঘুড়ি প্রতীকের মদিনা জনমানুষের সহানুভূতি পেয়ে আজ বিজয়ী হয়েছেন।
আশুজিয়া ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর আলী বলেন, মদিনা আক্তার ব্যক্তিগত জীবনে খুবই সহজ সরল ও পরোপকারী মানুুষ। মেম্বার পদে উপ-নির্বাচনে মদিনা আক্তার বিজয়ী হওয়ায় এলাকার মানুষ খুবই খুশি হয়েছেন।
বিজয়ী মেম্বার মোসা: মদিনা আক্তার বলেন আল্লাহর রহমতে এলাকার মানুষের সহানুভূতি ও দয়ায় তারা ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করায় আমি এলাকাবাসীকে অন্তরের অন্তস্তল থেকে প্রাণ ভরে অভিনন্দন জানাই।আমি যেন সবার সেবা করে যেতে পারি সেই আশা করি।আমি সবার সেবক হয়ে থাকতে চাই।
প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আজহারুল ইসলাম খান বলেন, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম এর মাধ্যমে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সম্পূর্ণ সুষ্ঠু ও সুন্দর ভাবে এ উপনির্বাচন সম্পন্ন হয়েছে।
Leave a Reply