ইয়ুথ কেয়ার চ্যারিটি ফাউন্ডেশন কতৃক আয়োজিত আজ ১৯ শে মে সকাল ১০ টা থেকে ললিত বিপিন হাজং ছাত্রাবাস দুর্গাপুর নেত্রকোনায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো হাজং যুব সন্মেলন, জমকালো এই আয়োজনে অংশ নেন শেরপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার হাজং শিক্ষার্থীবৃন্দ।
গীতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে আলোচনা সভা, দলীয় কাজ, মুক্ত আলোচনা সহ বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব হয়। হোস্টেল সুপার অবনীকান্ত হাজং এর সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে অংশ নেন তরুন সমাজ সেবক ও যুবনেতা অন্তর হাজং
তিনি হাজং শিক্ষার্থীদের করনীয় বিভিন্ন বিষয়ে সহভাগিতা এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক মানুষ হওয়ার জন্য অনুরোধ করেন। সম্মেলনের ব্যাপারে টাংগুয়ার হাওর অঞ্চলের পুষ্পা রানী হাজং মন্তব্য করেন এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক কিছু শিখতে পেরেছি ভবিষ্যতে আরও বেশী বেশী প্রোগ্রাম করলে আমরা আরও বেশী জানতে পারব। এছাড়াও বক্তব্য রাখেন ইয়ুথ কেয়ার চ্যারিটি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক রুপিন্দ্র হাজং যুব নেতা শাওন হাজং সহ আরও অনেকে।
আলোচনা শেষে এইচ এস সি পরীক্ষার্থী দের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সন্মেলন সমাপ্ত করা হয়
Leave a Reply