শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

বারহাট্রায় পরীক্ষাকক্ষে মোবাইল হ্যান্ডসটে সঙ্গে রাখার দায়ে ৪ পরীর্ক্ষাথী বহষ্কিার

বারহাট্রা প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১০৩ পঠিত

নেত্রকোনা বারহাট্টায় মাধ্যমকি ও সমমানরে পরীক্ষার বভিন্নি কন্দ্রেে ৪ জন পরীর্ক্ষাথীকে বহষ্কিার করা হয়েছে

মঙ্গলবার (১৬ মে) মাধ্যমকি ও সমমানরে পরীক্ষার দশম দনি অসদুপায় অবলম্বনরে দায়ে তাদরে বহষ্কিার করনে বারহাট্টা উপজলো নর্বিাহী অফসিার (ইউএনও) ও নর্বিাহী ম্যাজস্ট্রিটে এস এম মাজহারুল ইসলাম।

উপজলো মাধ্যমকি শক্ষিা অফসিার শাহ আলম জানান বারহাট্টা পাইলট বালকিা উচ্চ বদ্যিালয় কন্দ্রেরে পরীক্ষাকক্ষরে ভতিরে মোবাইল হ্যান্ডসটে সঙ্গে রাখার দায়ে রসায়ন ও পৌরনীতি বষিয়রে তনিজন মাধ্যমকি স্কুল র্সাটফিকিটে পরীর্ক্ষাথীকে বহষ্কিার করা হয়। এছাড়া অসদুপায় অবলম্বনরে দায়ে এ কে খান দাখলি মাদরাসা কন্দ্রেরে ইংরজেী দ্বতিীয়পত্ররে একজন দাখলি পরীর্ক্ষাথীকে পরর্বতী পরীক্ষাসমূহরে জন্য বহষ্কিার করা হয়েছে।

উপজলো নর্বিাহী অফসিার (ইউএনও) ও নর্বিাহী ম্যাজস্ট্রিটে এস এম মাজহারুল ইসলাম বষিয়টি নশ্চিতি করছেনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News