ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে মতবিনিময় সভা করে আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন
বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার আওয়ামী লীগের সভাপতি এম.এম. মোশাররফ হোসেন মুসা মিয়া।
আজ ১৫ মে সোমবার বিকেলে আলফাডাঙ্গা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবীরের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাচান জাহিদ,
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আলফাডাঙ্গা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ,বোয়ালমারী উপজেলাধীন শেখর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদ, রুপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজার রহমান, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইস্রাফিল মোল্যা, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মলয় কুমার বোস,দপ্তর সম্পাদক আবু জাফর বিশ্বাস,তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ সাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক মজনু মিয়া ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য আবু জাফর সিদ্দিকী, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস পৌর কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা ও বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাকের ইদ্রিস প্রমুখ
মতবিনিময় সভায় বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন মুসা মিয়া বলেন, চার যুগের বেশি সময় ধরে তৃণমূল থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছি। জীবনের এই দীর্ঘ সময় অতিক্রম করে আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে আমার দলের থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া শেখ হাসিনার কাছে নমিনেশন চাইবো। আমার চাওয়া থাকবে এলাকার তৃণমূলে যাহারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেধ দল তাদের মূল্যয়ন করবে। মাননীয় নেত্রীর নিকট আমার এটাই প্রত্যাশা।
তিনি আরোও বলেন আমার নেত্রী মানবতার মা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিবেন আমি সেটি সাদরে গ্রহণ করবো। নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই
Leave a Reply