মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে খামারের পাহারাদারকে হত্যা করে গরু লুটের ঘটনায় আরও ৫ ডাকাত গ্রেপ্তার।  নেত্রকোনা ৪নং সিংহের বাংলা ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরণ শুরু  কেন্দুয়ায় খালের পাড় থেকে ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার  আটপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১ আহত ৪ নেত্রকোনায় সচেতন যুব ও ছাত্র সমাজের উদ্যোগে মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন  নেত্রকোনায় মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন  নেত্রকোনায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে কথিত মানবসেবক ও কবিরাজ গ্রেফতার উৎসবমুখর পরিবেশে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত  খালিয়াজুরীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ*র্ষ ধনু নদী থেকে ৩ জনের লা*শ উ*দ্ধার।  নেত্রকোনা জেলা প্রেসক্লাব দ্বিবার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিল

লাল নিশান টানিয়ে দুই বড় জলমহাল দখলে নিল উপজেলা প্রশাসন

সাইফুল আরিফ জুয়েল নেত্রকোনা :
  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৪০ পঠিত

দখল মুক্ত করে লাল নিশান টানিয়ে নেত্রকোনার মোহনগঞ্জের ‘মরাধনু’ ও ‘গজারিয়া’ এ দুটি জলমহাল দখলে নিয়েছে প্রশাসন।

রোববার দুপুরে উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর ও করাচাপুরের সামনে থাকা ওই দুটি জলমহালে লাল নিশান টানিয়ে দখলে নেয় প্রশাসন। এরআগে ওই দুটি জলমহাল ব্যক্তি দখলে ছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘মরাধনু’ জলমহালটির আয়তন ২২২.৮৭ একর। রফিক আহমেদ কুতুব নামে এক ব্যক্তি এই জলমহালটি এক বছরের জন্য লিজ নেন। গত ১৩ এপ্রিল সময় শেষ হওয়ায় তিনি এটি ছেড়ে দেন। পরে স্থানীয় গোলাম রসুল খান মিষ্টু নামে এক ব্যক্তি আদালতের রায়ে এটি লিজ পেয়েছেন দাবি করে জলমহালটি নিজের দখলে রাখেন।

এদিকে ৫০ একরের বেশি ‘গজারিয়া’ জলমহালটিও ৫০ একরের বেশি তিন বছরের জন্য লিজ পেয়েছিলেন সোহাগ মিয়া। গত ১৩ এপ্রিল এটিরও সময় শেষ হয়। কিন্তু সময় শেষ হওয়ার পরও নিজের আয়ত্বে রেখে মাছ ধরছিলেন সোহাগ মিয়া। এমন অভিযোগে রোববার জলমহালে লাল নিশান টানিয়ে দখলে নেয় প্রশাসন ।

উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, জলমহালের পরিমাণ ২০ একরের বেশি হলে এটির দরপত্র আহ্বান করা হয় জেলা প্রশাসন থেকে। সেই হিসেবে ওই দুটি জলমহাল জেলা প্রশাসন থেকে দরপত্র আহ্বান করা হয়। সম্প্রতি দুটি জলমহাল লিজের জন্য টেন্ডার হয়েছে বলে জানা গেছে। তবে কোন মৎস্যজীবী সমিতি পেয়েছে এটা এখনো প্রকাশ হয়নি।

মরাধনু জলমহালটি দখলে রাখা বরান্তর গ্রামের গোলাম রসুল খান মিষ্টু বলেন, জলমাহলাটির ইজারা আমি বিগত তিন বছর ধরে দিয়ে যাচ্ছি। টেন্ডারে এটি আমার সমিতি লিজ পেয়েছে। হাইকোর্টের আদেশে আমাকে বুঝিয়ে দিতে বলা হয়েছে। বারবার এ কথা জানানোর পরও প্রশাসন আজও আমাকে জলমহালটি বুঝিয়ে দিচ্ছে না। কাগজে পত্রে জলমহালটি বুঝিয়ে দেওয়ার আগে আমি দেখাশোনা করছি। লোকজন দিয়ে প্রহরার ব্যবস্থা করেছি, মাছ ধরছি না।

গাগলাজুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) শামীম আকন্দ বলেন, জলমহাল দুটি দখল করে রেখেছে এমন খবর পেয়ে গিয়ে লাল নিশান টানিয়ে রেখে এসেছি। যেন মানুষ জানে ওই জলমহাল দুটি প্রশাসনের অধীনে রয়েছে। সহাকারী কমিশনার (ভূমি) স্যারের নির্দেশে গিয়ে লাল নিশান টানিয়েছি। অন্যসব বিষয় স্যার বলতে পারবেন।

মোহনগঞ্জের সহাকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বলেন, জেলা প্রশাসন থেকে নির্দেশ আছে জলমহালটি প্রশাসনের দখলে থাকার। তাই লাল নিশান টানিয়ে দখলে নিয়ে লোকজনকে জানানো হয়েছে। মরাধনু নিয়ে যদি আদালতের আদেশ থেকে থাকে তাহলে জেলা প্রশাসন থেকে আমাকে সেভাবে নির্দেশ দেবেন। কাউকে বুঝিয়ে দেওয়ার নির্দেশনা জেলা প্রশাসন থেকে দেওয়া হলে সেই অনুযায়ী বুঝিয়ে দেওয়া হবে। তবে এখনো এমন কোনো নির্দেশনা পাইনি। সর্বশেষ নির্দেশনায় জলমহালটি সরকারি দখলে রাখতে বলা হয়েছে। এখান থেকে কেউ মাছ ধরতে পারবেন না।

তিনি আরও বলেন, তাঁর (গোলাম রসুল খান মিষ্টু) পক্ষে কি কি কাগজপত্র বা আদেশ আছে এ বিষয়ে জেলা প্রশসনকে অবগত করুক। পরে আমাদের কাছে নির্দেশনা এলে সেটা বাস্তবায়ন করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় জলমহাল দখলে নেওয়া হয়েছে।

মোহনগঞ্জের মরাধনু জলমহালে রোববার দুপুরে লাল নিশান টানানো হচ্ছে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News