বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

প্রতিপক্ষের হামলায় আহত প্রবীণের মৃত্যু, আটক ৩

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৩৮ পঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সরোয়ার ফকির (৮০) নামে এক প্রবীণ নিহত হয়েছেন। বুধবার (১০ মে) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে, হামলার ওই ঘটনার সঙ্গে জড়িত তিন আসামিকে আটক করেছে পুলিশ।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত সোমবার  মুকসুদপুর উপজেলার গনিয়াড়ী গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতের ছেলে আব্দুর রশিদ ফকির জানান, একই গ্রামের সিহাম, মোরাদ এবং রুহুল দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে মারধরসহ বিভিন্ন ধরনের হুমকি দেয় তারা। গত সোমবার রাতে হামলাকারীদের মূল হোতা শাহাবুদ্দীন কাজীর লোকজন আমাদের ওপর হামলা করে এবং বাড়ি ঘর ভাঙচুর করে। পরে ৯৯৯ নম্বরে কল দিলে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেসময় আহত আমার বাবা সরোয়ার ফকিরসহ আরও দুই জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) আমার বাবা মারা যান।

ওসি আবু বকর জানান, এ ঘটনার সাথে জড়িত শাহাবুদ্দীন কাজী, মনির শেখ এবং সাকিব শেখকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News